বিকালে বাড়ি ফিরে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন শুকুর আলী।
Published : 02 Jul 2023, 09:29 PM
নাটোরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে সদর উপজেলার গুনারীগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি নাছিম আহমেদ।
নিহতরা হলেন- ওই এলাকার শুকুর আলী (৩৩) এবং তার সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে আমির হামজা শুভ (১৪)।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে নাছিম আহমেদ বলেন, “নিহত শুকুর আলী পেশায় ইজিবাইক চালক ছিলেন। বিকালে বাড়ি ফিরে ইজিবাইক চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। এ সময় তার ছেলে শুভ বাবাকে বাঁচাতে গিয়ে ধরলে সেও বিদ্যুতায়িত হয়।
“এরপর বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে পরিবারের সদস্যরা বাবা-ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।