খেলা নিয়ে দুই শিশুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
Published : 30 Jan 2024, 09:16 AM
মাদারীপুরে সালিশে বিরোধ মেটানোর কথা বলে ডেকে নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধ।
গত রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পূর্ব ছিলারচর গ্রামের কালিতলা বাজারে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
আহত আমির সরদার (৩৬) ও বেলাল সরদার (৪০) ওই গ্রামের মন্নান সরদারের ছেলে।
আহতদের বরাতে ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, রোববার দুপুরে কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায় আমির ও বেলালের ছোট ভাইয়ের পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে। মাঠে খেলতে আসে একই এলাকার আরেক শিশু।
খেলা নিয়ে দুই শিশুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
বিষয়টি লিখিতভাবে আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে জানান আমির ও বেলাল। এ ঘটনায় রোববার রাতে রাতে এক শিশুর মামা রোধ মেটানোর কথা বলে আমির-বেলালকে কালিতলা বাজারে ডেকে নেন। পরে লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালান।
তখন আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যান হামলাকারীরা।
স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে রোববার রাত ১০টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী আরও জানান, খবর পেয়ে আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]