‘প্রেম’ সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুর জেলা ছাত্রলীগের দুই কর্মীকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে সভাপতির এক অনুসারীর বিরুদ্ধে।
পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, বুধবার রাতে পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজের কাছে হামলার ওই ঘটনা ঘটে।
পরে ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিকসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন আহত ছাত্রলীগ কর্মী অনিক শেখের ভাই এলিন শেখ।
অনিক শেখ (২৩) পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামের এনায়েত শেখের ছেলে; আহত অন্যজন একই গ্রামের অসীম মজুমদারের ছেলে অয়ন মজুমদার (২৩)। তিনি অনিকের বন্ধু এবং ছাত্রলীগের কর্মী। ।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অনিক শেখ বলেন সভাপতি অনিরুজ্জামান রাতে তাকে ফোন করে বলেশ্বর ব্রিজের কাছে ডেকে নিয়ে যান, সেসময় তার সঙ্গে অয়নও ছিলেন।
“আমরা কথা বলে ফেরার সময় সভাপতির অনুসারী নীরব হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। ওই সময় অয়ন আমাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করে।“
অনিক শেখের দাবি, ‘প্রেম সংক্রান্ত এক ঘটনার জেরে’ তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।
ওই ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার করে অনিরুজ্জামান বলেন, ‘প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে’ তাদের ঘেরের সামনে অনিক শেখ ও নীরবের মধ্যে ‘মারামারি’ হয়। পরে তিনিই অনিককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে নীরবের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, মাথায় ও পায়ে আঘাত নিয়ে অনিক নামের এক যুবককে রাতে হাসপাতালে আনা হয়। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি বলেন, “হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আমরা লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”