বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন বলে জানান ইমিগ্রেশন পুলিশ।
Published : 07 Feb 2024, 08:46 PM
ভারতে পাচারের শিকার ২৫ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। তাদের মধ্যে নারী ১২ জন, শিশু ১১ ও দুইজন পুরুষ।
বুধবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন বলে জানান চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস।
পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় অবস্থানরত বাংলাদেশের উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।
ফেরত আসাদের বরাতে ওসি কামরুজ্জামান বলেন, দালালের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সময় সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যান। সেখানে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় তাদের আটক করে দেশটির পুলিশ।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালতে সোপর্দ করা হলে; তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় বলে জানান তিনি।
তিনি বলেন, পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদেরকে আদালত থেকে নিজেদের হেফাজতে নেয়। নাগরিকত্ব যাচাই বাছাইয়ের পর ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের ফিরিয়ে আনা হয়।
বুধবার বেনাপোল ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে নারী-শিশুসহ ওই ২৫ জনকে বেনাপোল পোর্ট থানার সোপর্দ করা বলে জানান ওসি।
বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত বলেন, ভারত থেকে ফেরত আসাদেরকে তিনটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেওয়া হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করবেন তারা।