এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ১১০ জন প্রাণ হারিয়েছেন।
Published : 18 Feb 2024, 07:59 AM
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৯৪ জন।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান।
এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ১১০ জন প্রাণ হারিয়েছেন বলে জানান তিনি।
মৃতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নাসুম সরদার (৩০), পটুয়াখালীর গলাচিপা উপজেলার নিলন চন্দ্র শীল (৭২) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবুল কালাম (৬৫)।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৯৪ জন নিয়ে ছয় জেলার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৫৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নতুন রোগীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ৬৩ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩, বরিশালের অন্যান্য হাসপাতালে ২৮, পটুয়াখালীতে ৩৫, ভোলায় ৩৪, পিরোজপুরে ৪৯, বরগুনায় ৪৭ ও ঝালকাঠিতে ৫ জন ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২৫ হাজার ৮৫২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৫৮৭ জন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]