টাঙ্গাইলে মামা হত্যা মামলায় দুই ভাগ্নে গ্রেপ্তার

ক্যারাম খেলাকে কেন্দ্র করে মামা-ভাগ্নের বিবাদ বলে জানায় র‌্যাব।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2023, 01:10 PM
Updated : 26 April 2023, 01:10 PM

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক ব্যক্তিকে খুনের মামলায় নিহতের দুই ভাগ্নেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

বুধবার রাতে জেলার কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সোলাকুড়ি (গিলাগাইছা) গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে সিহাদ মিয়া (২৩) ও নোমান (২৫)।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ এপ্রিল উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধারা বাজারে ক্যারাম খেলাকে কেন্দ্র করে মামা আব্দুল জলিলের (৪৫) সঙ্গে হাতাহাতি হয় ভাগ্নে সিহাদ মিয়ার।

ওই দিন ইফতারের আগে ওই বাজার এলাকায় ধারালো ছুরি দিয়ে সিহাদ ও ভাই নোমান তাদের মামা জলিলকে ছুরিকাঘাতে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. খলিলুর রহমান (৪৩) বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদে র‌্যাবের একটি দল আসামিদের অবস্থান নিশ্চিত করে। পরে র‌্যাব কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মধুপুর থানায় হস্তান্তর করে।