লেমুয়া বাজারে খেলা দেখে তিনজন এক মোটরসাইকেলে কাকচিড়া বাজারের দিকে ফিরছিল।
Published : 30 Jan 2024, 09:47 AM
বরগুনার পাথরঘাটা উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার।
নিহতরা হলেন- কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামের শাকিব (১৮), তানভীর (১৮) ও রাকিব (১৯)। এর মধ্যে শাকিব ও তানভীর সম্পর্কে খালাতো ভাই।
কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু বলেন, “লেমুয়া বাজারে খেলা দেখে তিনজন এক মোটরসাইকেলে কাকচিড়া বাজারের দিকে ফিরছিল। পথে সংগ্রাম অফিসের সামনের সড়কে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]