মাদারীপুরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘনে ৩১ মামলা

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব মামলা করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 09:39 AM
Updated : 21 March 2023, 09:39 AM

মাদারীপুরে শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় ৩১ যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। 

মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসব মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহম্মদ মোফাজ্জেল। 

গত রোববার সকা‌লে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহ‌নের একটি বাস সড়‌কের রে‌লিং ভে‌ঙে নি‌চে প‌ড়ে ১৯ যাত্রী নিহত হ‌ন। আহত হয়েছেন অন্তত ২০ জন। 

এর পরপরই মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। 

তবে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব মামলা করা হয়েছে জানিয়ে  ওসি আবু নাঈম মোহম্মদ মোফাজ্জেল বলেন. “আমরা হাইওয়ে থানার পুলিশ নিয়মিতই সড়কে টহল দেই। তারই অংশ হিসেবে মঙ্গলবার দুপুর পর্যন্ত গতিসীমা লংঘনের অপরাধে ৩১টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলাও দায়ের করা হচ্ছে।” 

শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, গতিসীমা লঙ্ঘন করায় দুর্ঘটনার পরদিন সোমবার একই অপরাধে মামলা হয়েছিল ২৫টি। একই অপরাধে গত ফেব্রুয়ারি মাসে ২৮৪টি মামলা করে শিবচর হাইওয়ে থানা পুলিশ। জানুয়ারিতে এই মামলার সংখ্যা ছিল ৩১৫টি। 

এ ছাড়া গতি নিয়ন্ত্রণের বাইরে সড়কে অন্যান্য বিভিন্ন অপরাধেও মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।