মামলায় চিকিৎসকের স্ত্রী, শ্যালিকা ও গাড়ির চালককেও আসামি করা হয়েছে।
Published : 15 Jan 2023, 04:53 PM
চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার দুপুরে জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে চিকিৎসকের বাসার গৃহকর্মী মার্জিনা খাতুন মামলাটি করেন। শুনানি শেষে বিচারক নিশিত রঞ্জন মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ক্ষেতলাল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী উজ্জ্বল হোসেন বলেন, মামলায় চিকিৎসকের স্ত্রী পপি বেগম, শ্যালিকা নিগার সুলতানা রিক্তা ও গাড়ির চালক মোস্তফাকেও আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, মর্জিনা খাতুন দীর্ঘদিন চিকিৎসকের বাসায় গৃহকর্মীর কাজ করেছেন। এ সময় তার মাধ্যমে আসামিরা হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে ১৫ জনের কাছ থেকে ৩৯ লাখ ৯৬ হাজার টাকা নেন। কিন্তু তাদের চাকরি হয়নি। টাকা ফেরত চাইলেও হুমকি দেওয়া হয়।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক বলেন, তাকে হেয় করার জন্য একটি গোষ্ঠীর যোগসাজশে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই মামলা করা হয়েছে।