বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে বাসন থানায় হস্তান্তর করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বুধবার বিকালে বলেন, “তাকে গোয়েন্দা পুলিশ চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আটক করে মঙ্গলবার রাত ১০টার দিকে হস্তান্তর করেছে।”
আটক বাবুল হোসেন মাগুরা সদর এলাকার আতাউর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন।
সকালে গার্মেন্টস শ্রমিক সংহতি এক বিবৃতিতে জানায়, ২৫ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন বাবুল হোসেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার পর থেকে তিনি নিখোঁজ।
কোনাবাড়িতে সাম্প্রতিক আন্দোলনে নিহত শ্রমিক পরিবার এবং গাজীপুরের কর্মীদের সঙ্গে দেখা করার জন্য বাবুল আশুলিয়া অঞ্চল থেকে গাজীপুরের দিকে গিয়েছিলেন।
তারপর রাত সাড়ে ৭টার দিকে সর্বশেষ ফোন আলাপে বলেছিলেন, তিনি একটি বাসে উঠেছেন। তারপর থেকে তার পরিবার এবং সংগঠন কারো সঙ্গে আর যোগাযোগ হয়নি বলে গার্মেন্টস শ্রমিক সংহতির বিবৃতিতে বলা হয়।