রোববার নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনি অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
Published : 23 Dec 2023, 03:13 PM
একাত্তর টেলিভিশনের কুমিল্লার প্রতিবেদক ও ক্যামেরা পারসনের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। এ নিয়ে তাকে তিনবার নোটিশ দেওয়া হল।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার ডিসি খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাহাউদ্দিন বাহারের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল নৌকার প্রার্থী বাহারকে রোববার বেলা ১২টায় নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কমিটির অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
শুক্রবার পাঠানো নোটিশে বলা হয়, “বুধবার আপনার (বাহার) নির্বাচনি প্রচারকালে বেলা ১১টার সময় কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে আপনার নির্দেশে আপনার নেতাকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক ও ক্যামেরা পারসন সাইদুর রহমান সোহাগের ওপর হামলা করে মোবাইল ও লাইভ ডিভাইস ছিনিয়ে নিয়ে যান। আপনার পিএস ক্যামেরা পারসন সোহাগকে এলোপাতাড়ি মারধর করেন।
“আপনি সাংবাদিকদের দেখে 'কোনো টিভির সাংবাদিক আমার কাভারেজে আসবে না' মর্মে তিক্ত মন্তব্য করেন। আপনি একাত্তর টিভির সাংবাদিকদের দেখে তেড়ে আসেন ও অকথ্য ভাষায় গালাগাল করেন। আপনার, আপনার পিএস ও আপনার নেতাকর্মীদের অনুরূপ কার্যকলাপ নির্বাচনি প্রচারকালে উচ্ছৃঙ্খল আচরণের শামিল, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশের পরিপন্থি।
“এতে আপনি, আপনার পিএস ও আপনার নেতাকর্মীরা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১ (ক) বিধির স্পষ্ট লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়”, বলা হয় নোটিশে।
হামলার শিকার কাজী এনামুল হক ফারুক কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি।
ক্যামেরা পারসন সাইদুর রহমান সোহাগ শনিবার জানান, তারা এখনও লাইভ ডিভাইস ও মোবাইল ফোন ফেরত পাননি।
এর আগে ১৯ ডিসেম্বর একদিনেই বাহারকে দুটি শোকজ করেন নির্বাচনি অনুসন্ধান কমিটি। সেগুলোর জবাব দেওয়ার জন্যও রোববার দিন নির্ধারিত রয়েছে।
এর মধ্যে একটি নোটিশে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি পিটিআই স্কুল মাঠে উঠান বৈঠক করেছেন বাহাউদ্দীন বাহার। নিজস্ব ক্ষমতাবলে নিয়ম ভঙ্গ করে তিনি এ বৈঠক করেছেন মর্মে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা।
প্রতীক বরাদ্দের পর ওই উঠান বৈঠকে সংসদ সদস্য বাহার বলেন, “আগামী ৭ জানুয়ারি ভোট। বিএনপি নির্বাচনে হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। বিএনপি-জামায়াতের কাউকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তার হাত-ঠ্যাং (পা) ভেঙ্গে দেবেন আপনারা।
“আমি আপনাদের সঙ্গে আছি। ভয়ের কোনো কারণ নেই। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।”
বাহারের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে; যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।