সিলেটে লাঙ্গলের প্রার্থী রেখে ‘নৌকায় ভোট চাইলেন’ জাপা নেতা

আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার কথা অস্বীকার করেছেন ইয়াহ্ইয়া চৌধুরী; যদিও মতবিনিময় অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথি হিসেবে তার নাম দেখা গেছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 03:39 PM
Updated : 13 May 2023, 03:39 PM

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ‘ভোট চেয়েছেন’ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী।

শুক্রবার রাতে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরি পাড়ায় আয়োজিত ‘আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে মতবিনিময়ে’ অংশ নিয়ে তার পক্ষে ভোট চান সিলেট-২ আসনের সাবেক এই সংসদ সদস্য।

তবে তিনি বিষয়টি অস্বীকার করলেও অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের একাধিক ভিডিও সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে।

সেখানে নৌকার প্রার্থীকে মঞ্চে রেখে ইয়াহ্ইয়া চৌধুরীকে বলতে শোনা যায়, “দল-মত নির্বিশেষে নৌকার বিজয় সুনিশ্চিত করে সিলেটের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “তিনি একজন ভালো মনের মানুষ। তিনি নগরবাসীর উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। আগামী ২১ জুন নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানাই।”

মতবিনিময় অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথি হিসেবে তার নাম দেখা গেছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াহ্ইয়া চৌধুরী বলেন, “এটা কোনো দলীয় কর্মসূচি ছিল না। এলাকাবাসী এর আয়োজন করেছিল। সেখানে বিভিন্ন দলের মানুষ ছিলেন। এলাকার একজন বাসিন্দা হিসেবে আমি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। তবে কারো পক্ষে ভোট চাইনি।”

এদিকে, দলের ভাইস চেয়ারম্যানের এমন আচরণের কারণে অসন্তোষ প্রকাশ করেছেন এ নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ও মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল। বিষয়টি তিনি দলের চেয়ারম্যান ও মহাসচিবকেও জানিয়েছেন।

নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ইয়াহ্ইয়া চৌধুরীকে বিভিন্ন সময় আমার কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু তিনি আমার সঙ্গে আসেননি। অথচ কাল আওয়ামী লীগের প্রার্থীর সভায় অংশ নিয়ে তিনি তার পক্ষে ভোট চেয়েছেন। দলের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কিছুতেই এমনটি করতে পারেন না।”

ইয়াহ্ইয়া চৌধুরী দলের মধ্যে ঝামেলা তৈরি করছেন অভিযোগ করে লাঙ্গলের প্রার্থী বলেন, “দলীয় শৃঙ্খলাবিরোধী তার এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ফুটেজ আমি দলের চেয়ারম্যান ও মহাসচিবের কাছে পাঠিয়েছি। তারা ইয়াহ্ইয়া চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।”

মাজার জিয়ারত করে প্রচারে বাবুল

শনিবার দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন নজরুল ইসলাম বাবুল।

সাংবাদিকদের তিনি বলেন, “মেয়র নির্বাচিত হলে মাস্টার প্ল্যানের মাধ্যমে সিলেটকে একটি নান্দনিক নগরীতে পরিণত করব। অতীতের মেয়রদের কার্যক্রম নগরবাসী দেখেছেন। তাদের আমলে এই নগরীকে একটি অপরিকল্পিত নগরীতে পরিণত করা হয়েছে। নগরবাসী যদি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করেন, তাহলে আমি নগরবাসীর কল্যাণে কাজ করে যাব।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, দলের সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগরের সভাপতি মো. সুফিয়ান খান, জাতীয় উলামা পার্টি সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফিজ গিয়াস উদ্দিন, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩ মে এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। ভোট হবে ২১ জুন।