পুলিশ বলছে, আটক চারজন তাদের অপরাধের কথা স্বীকার করেছে।
Published : 16 Oct 2023, 12:16 PM
নাটোরের বাগাতিপাড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি ও সংরক্ষণের অভিযোগ চারজনকে আটক করেছে র্যাব।
আটক চারজন হলেন- বাগাতিপাড়া জামনগর শাহাপাড়া এলাকার মো. সম্রাট আলী (২২); বাশবাড়িয়া শালাইনগর এলাকার মো. সুমন আলী (৩০); কালিকাপুর দিয়ারপাড়া এলাকার মো. নয়ন আলী (৩০) এবং শালাইনগর পূর্বপাড়ার মো. রিপন আলী (৪০)।
রোববার বিকেল ৫টা থেকে টানা চার ঘণ্টা বাগাতিপাড়ার জামনগর, শালাইনগর, কালিকাপুর ও পেড়াবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সন্জয় কুমার সরকার জানান।
তিনি বলেন, এ অভিযানে চারটি সিপিইউ, পাঁচটি হার্ডডিস্ক এবং দুটি এসএসডি কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘অপরাধের কথা স্বীকার করেছেন’ বলে র্যাব কর্মকর্তা সন্জয়ের ভাষ্য।