ফেনীতে হরতালের সমর্থনে মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 05:02 PM
Updated : 15 Nov 2023, 05:02 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই ফেনীতে তফসিল প্রত্যাহার ও হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। 

বুধবার রাত পৌনে ৮টার দিকে ফেনী প্রেসক্লাবের বিপরীতে বাঁশপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে জোটের কয়েক নেতাকর্মী আহত হয়েছেন।   

বাসদ সভাপতি ও জোটের ফেনী জেলার সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, “সন্ধ্যায় ফেনী শহরে মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের থানা এলাকার সামনে থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, খেজুর চত্বর ঘুরে প্রেসক্লাবের সামনে বাঁশপাড়া মোড় অতিক্রম করার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

হামলায় নিজেও আহত হয়েছেন উল্লেখ করে জসিম বলেন, অন্তত ১০ জন আহত হয়েছেন।

সমাজতান্ত্রিত ছাত্রফ্রন্ট ফেনী শহর শাখার আহ্বায়ক আহত নয়ন পাশা বলেন, “আমাদের মশাল মিছিলে ছাত্রলীগ হামলা চালালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বরং পুলিশ আমাদেরকে ঘটনাস্থল ত্যাগ করতে চাপ দেয়। ছাত্রলীগের হামলার সময় বাঁশপাড়া মোড়ে সদর আওয়ামী লীগের এক নেতা দাঁড়িয়ে ছিলেন।” 

নারী মুক্তি কেন্দ্রের ফেনী জেলার সদস্য আহত রায়হান এ কুমু বলেন, “ছাত্রলীগের গুণ্ডারা আমাদের মেয়েদের ওপর হামলা করে। আমাদের এক নেতাকে ধরে বেধড়ক পিটিয়েছে। পুলিশের সামনে এমন ঘটনা ঘটলেও আমারা বার বার পুলিশের সহযোগিতা চেয়ে পাইনি।”

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান। তিনি বলেন, “এখন বক্তব্য দেওয়ার সময় না।”

এ ব্যাপারে জানতে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু এবং সাধারণ সম্পাদক নূর করিম জাবেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল বলেন, “নির্বাচনী তফসিলকে কেন্দ্র করে বিএনপিরসহ অন্যান্য বিরোধী দলগুলো জেলাজুড়ে যেন নাশকতা করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সতর্ক পাহারায় রয়েছে।”

ফেনীর সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক বলেন, “অবরোধ ও নির্বাচনী পরিবেশকে কেন্দ্র করে কোথাও যেন কোনো রকমের বিশৃঙ্খল ঘটনা না ঘটতে পারে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজিবিসহ বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে।” 

আওয়ামী লীগের আনন্দ মিছিল

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই ফেনীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। বুধবার রাতে খণ্ড খণ্ড আনন্দ মিছিল নিয়ে শহরের ট্রাংক রোড জিরো পয়েন্টে মিলিত হয় নেতাকর্মীরা।

শহরের বাঁশপাড়া মোড় থেকে শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে আনন্দ মিছিল শহরের বড় মসজিদ, প্রেসক্লাব, ট্রাংক রোড, থানা মোড় ঘুরে বাঁশপাড়ায় গিয়ে শেষ হয়।

ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির নেতৃত্বে নেতাকর্মীরা পৌরসভা চত্বর থেকে আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে খেজুর চত্বরে নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।

মিছিলগুলোতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদুল্লাহ খন্দকার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আজিজ রিয়াজ চৌধুরী রাজিব উপস্থিত ছিলেন।