জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯-২০ নভেম্বরের পরীক্ষা স্থগিত 

বিএনপি ও সমমনারা সারাদেশে রোববার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। 

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2023, 11:44 AM
Updated : 18 Nov 2023, 11:44 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯ ও ২০ নভেম্বরের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি ও সমমনারা সারাদেশে রোববার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। 

এর মধ্যেই পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে অবহিত করা হবে। এ ছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।”