বেনাপোলে ১৬ হাজার কানাডিয়ান ডলারসহ এক ব্যক্তি আটক

আটক ব্যক্তির ব্যাগে রাখা ডেইরি মিল্ক চকলেটের প্যাকেটে অভিনব কায়দায় লুকানো কানাডিয়ান ডলার ও ভারতীয় রুপি পাওয়া যায়।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 06:43 PM
Updated : 6 March 2023, 06:43 PM

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা এক বাংলাদেশিকে বিপুল পরিমাণ কানাডিয়ান ডলার ও ভারতীয় রুপিসহ আটক করা হয়েছে। 

সোমবার দুপুরে তাকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

আটক মোহাম্মদ উল্লাহ (৩৮) মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি গ্রামের বাসিন্দা।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ভারত থেকে আগত একজন পাসপোর্ট যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়।

“তার ব্যাগ তল্লাশি করে ডেইরি মিল্ক চকলেটের প্যাকেটে অভিনব কায়দায় লুকানো ১৬ হাজার ৬০০ কানাডিয়ান ডলার ও ৮ হাজার ৫০০ ভারতীয় রুপি পাওয়া যায়।”

বাংলাদেশি মুদ্রায় এই দুই দেশের মুদ্রার মূল্য ১৩ লাখ ৩৮ হাজার ৬২৫ টাকার সমান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি কর্মকর্তা হাসান জামিল জানান।