বরিশালে রাস্তার পাশে থামানো বাসে অগ্নিসংযোগ

অবরোধের সমর্থনে সকালে নগরীর সিঅ্যান্ডবি রোডে মিছিল করেছে মহানগর বিএনপি।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 05:34 AM
Updated : 12 Nov 2023, 05:34 AM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে থামানো বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার ভোরে সাড়ে ৩টার দিকে মহাসড়কের কাশিপুর এলাকায় ভারতীয় ভিসা সেন্টারের পাশে এই ঘটনা ঘটেছে।

বরিশাল দক্ষিণ ফায়ার স্টেশনের অফিসার মো. বাহাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাতে অজ্ঞাত যুবকরা মহাসড়কের কাশিপুর এলাকায় রাখা মা এন্টারপ্রাইজের একটি বাসে অগ্নিসংযোগ করে। এছাড়াও বাসের জানালার ও সামনের গ্লাস ভাংচুর করা হয়।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তার।

মহানগরীর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা এসে বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন জানান, অবরোধের সমর্থনে সকালে মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে নগরীর সিঅ্যান্ডবি রোডে মিছিল করা হয়েছে। এ সময় সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করা হয়।

এছাড়াও রাতে নগরীর সাগরদী আলীয়া মাদ্রাসার সামনে ২৪নং ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেছে।

তবে বিভিন্ন সড়ক ঘুরে বরিশাল নগরীতে অবরোধের প্রভাব তেমন দেখা যায়নি। সড়কে বিভিন্ন যানবাহনের চলাচলও স্বাভাবিক দেখা গেছে।