কুমিল্লা আদর্শ সদর উপজেলায় এক যুবককে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার টিক্কারচর এলাকার ব্রিজের দক্ষিণ পাশের একটি চা দোকানে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত আব্দুল কুদ্দুস (৩৫) একই উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ বলছে, পাওনা টাকার বিরোধে এ ঘটনা ঘটে বলে তারা জানতে পেরেছে।
নিহতের বাবা আব্দুস সালাম বলেন, “ঘটনাস্থলে থাকা সাগর নামে এক যুবকের মাধ্যমে জানতে পারি, কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকায় শ্বশুরবাড়িতে থাকা আমার ছেলেকে বুধবার সন্ধ্যার দিকে নগরীর শুভপুর এলাকার এক যুবক একটি চা দোকানে ডেকে নেন। সেখানে সাগরও ছিল। তারা তিনজন ওই দোকানে চা পান করে। এ সময় আমার ছেলেকে ডেকে নেওয়া ওই যুবক তার পাওনা টাকা ফেরত চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবক আমার ছেলেকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় সেখানে থাকা সাগরও আহত হয়।”
সাগর এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান আব্দুস সালাম।
তিন ছেলের মধ্যে আব্দুল কুদ্দুস মেজো জানিয়ে বাবা সালাম আরও বলেন, “কুদ্দুসের তিন বছরের একটি সন্তান আছে। সেই সন্তানের কী হবে? বউয়ের কী হবে? আমার বাকি দুই ছেলে প্রবাসে। কুদ্দুস আমার দেখা-শোনা করতো। এখন আমাকে কে দেখবে? আমরা খুনির ফাঁসি চাই।”
ঘটনাস্থলে থাকা সাগর হাসপাতাল থেকে মোবাইল ফোনে বলেন, “নগরীর শুভপুর এলাকার এক যুবক ১০ হাজার টাকা পেতেন কুদ্দুস ভাইয়ের কাছে।
বুধবার রাতে টিক্কারচর ব্রিজ এলাকায় আমি এবং কুদ্দুস ভাই তার সঙ্গে দেখা করতে যাই। একপর্যায়ে তাকে ২০০ টাকা দিয়ে বাকি টাকা শনিবার দেওয়ার প্রতিশ্রুতি দেন কুদ্দুস ভাই। পরে আমরা তিনজন চা পান করি।
“এক পর্যায়ে স্থানীয় আরেক যুবকের উসকানিতে পাওনাদার যুবক ছুরিকাঘাত করলে কুদ্দুস ভাই গুরুতর আহত হন। আমাকেও হত্যার চেষ্টা করে।”
পরে স্থানীয়দের সহায়তায় কুদ্দুসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সাগর।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা বলেন, “পুলিশ ঘটনাটির তদন্ত করছে। পাওনা টাকা নিয়ে বিরোধে খুনের ঘটনা ঘটেছে বলে জেনেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছুরিকাঘাতকারী যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”