কুমিল্লায় সড়কের পাশে রাখা বাসে আগুন

কুমিল্লায় বাসে আগুন দেওয়ার দ্বিতীয় ঘটনা এটি।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 03:59 AM
Updated : 19 Nov 2023, 03:59 AM

বিএনপির ঢাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরতলীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে শাসনগাছা-আলেখার চর সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি আহমেদ মনজুর মোর্শেদ।

এটি কুমিল্লায় বাসে আগুন দেওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর ঢুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় মেরামতের জন্য রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ বলেন, “পাপিয়া ট্রান্সপোর্ট নামের বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। আগুন লাগার ১০ মিনিট পর খবর পেয়েছি। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

“এ ঘটনায় বাসটির ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। কে বা কারা আগুন দিয়েছে, তাও জানা যায়নি।”

ঘটনার সময় প্রত্যক্ষদর্শী কলেজ ছাত্র মামুন মিয়া বলেন, “পাসপোর্ট অফিসের সামনে আমরা কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি একটি মোটরসাইকেল থেকে গাড়িটিতে পেট্রোল বোমা মেরে শহরের দিকে পালিয়ে যায়।

“আমরা চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করে “

বিল্লাল হোসেন নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “তিনটি মোটরসাইকেলে তিন আরোহী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। যখন আগুন দেখে চিৎকার করলাম তখন মোটরসাইকেল নিয়ে আরোহীরা শহরের দিকে চলে যায়।”

তবে মোটরসাইকেলগুলোতে কারা ছিল, তা দেখা যায়নি, বলে জানান স্থানীয় এই বাসিন্দা।

কুমিল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, পাপিয়া ট্রান্সপোর্টের বাসটি কুমিল্লা-দাউদকান্দি রোডে চলাচল করে। শনিবার রাতে সেটি সড়কের পাশে পার্কিং করাছিল।

গাড়িটির মালিক পিকিং আক্তার বলেন, “আমার গাড়িটি গত ৪০ দিন ধরে রোডে ছিলো না, দীর্ঘদিন ধরেই গ্যারেজে ছিল। শনিবারই সব কাজ শেষে গাড়িটি রাস্তায় নামানোর জন্য প্রস্তুত করেছিলাম। যারা আমার গাড়িতে আগুন দিল তাদের বিচার করতে হবে সরকারের।”

ওসি আহমেদ মনজুর মোর্শেদ বলেন, “বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”