মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাবুল হোসেনের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার ও সংগঠন।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ‘অবৈধ পথে’ বাইকসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডেল গাজীনগর এলাকায় অভিযান চালানো হয় বলে থানার ওসি মো. জাকারিয়া জানান।
আটকরা হলেন- ওই উপজেলায় দক্ষিণ শান্তিপুর এলাকার মো. বিল্লাল হোসেন ও উত্তর শান্তিপুর এলাকার মো. শাহ আলম।
মাটিরাঙ্গা থানার ওসি জাকারিয়া বলেন, “শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ বাজারজাতের জন্য এনে মজুদ করা হয়েছে এমন খবর পায় পুলিশ। ”
এরপর ওই এলাকায় অভিযান চালানো হয়। জব্দ হওয়া যন্ত্রাংশের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।