রাজৈরের সাতপাড় থেকে কোটালীপাড়ামুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
Published : 25 Oct 2023, 08:38 PM
মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের শনি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান।
নিহতরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বুরুয়া কলাবাড়ি গ্রামের গোপাল হালদারের ছেলে অঞ্জন হালদার (১৮) ও অপূর্ব হাজরার ছেলে অনিক হাজরা (২২)।
স্থানীয়দের বরাতে ওসি আলমগীর, রাতে রাজৈরের সাতপাড় থেকে কোটালীপাড়ামুখী মোটরসাইকেলের সঙ্গে কদমবাড়ি থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী অঞ্জন ও অনিক ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।