বাড়ির সামনে রশি থেকে কাপড় নেওয়ার সময় মালেকা বিদ্যুৎস্পৃষ্ট হন; তাকে বাঁচাতে এগিয়ে এসে মা ও ভাই বিদ্যুৎস্পৃষ্ট হন।
Published : 08 Jun 2023, 01:46 AM
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মারা গেছেন বৃদ্ধা মা ও ভাই; তবে প্রাণে বেঁচেছেন সেই মেয়ে৷
বুধবার সন্ধ্যায় ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহতরা হলেন সালেহা বেগম (৭০) ও তার দিনমজুর ছেলে আব্দুর রহিম (২৯)৷ তাদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে৷ ভোলাইল গেদ্দারবাজার এলাকায় তারা ভাড়া বাসায় থাকতেন৷
নিহত সালেহার মেয়ে পোশাক কারখানার শ্রমিক মালেকা বলেন, বাড়ির সামনে রশিতে কাপড় শুকাতে দিয়েছিলেন৷ তার পাশে বিদ্যুতের তার ছিল৷ শুকাতে দেওয়া কাপড় ঘরের ভেতরে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি৷ তাকে বাঁচাতে এগিয়ে এসে মা সালেহা বিদ্যুতায়িত হন এবং পরে ভাই আব্দুর রহিমও৷
অজ্ঞান অবস্থায় সালেহা ও রহিমকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন৷
হাসপাতালের সামনে থাকা ফতুল্লা থানার এসআই শহিদুল আলম বলেন, সন্ধ্যার পরপরই এ ঘটনা ঘটে৷ মা ও ছেলে দুজনই মারা গেছেন৷ পুলিশ ৮টার পর খবর পেয়ে মরদেহ দুটি হাসপাতালে পায়৷ সুরতহাল সম্পন্ন হয়েছে৷
পরিদর্শক মো. মোহসীন বলেন, এটি একটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হচ্ছে৷ স্বজনরাও কোনো অভিযোগ করছেন না৷ এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে৷