গত বৃহস্পতিবার রাতে ওই থানার এসআই ওয়াজেদ আলী বাদী হয়ে মামলাটি করেন।
Published : 03 Mar 2023, 10:11 PM
পাবনার ফরিদপুরে বৈধ অস্ত্রের অবৈধ প্রদর্শন মামলায় মেয়রপুত্রকে জামিন দেননি আদালত।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে ফরিদপুর থানার ওসি মিজানুর রহমান জানান।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই থানার এসআই ওয়াজেদ আলী বাদী হয়ে মামলাটি করেন।
কামরুল হাসান সুজয় (২৭) ফরিদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুজ্জামান মাজেদের ছেলে।
গত বৃহস্পতিবার বাবার নামে নিবন্ধন করা পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষ এক ইউপি চেয়ারম্যানকে ধাওয়া দিতে গেলে লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।
ফরিদপুর থানা পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ পিস্তলটির কাগজপত্র যাচাই-বাছাই করে মালিকানার সত্যতা পেয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছিল, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে এলে সুজয় সহযোগীদের নিয়ে ইউপি চেয়ারম্যান সাজেদুলের ওপর চড়াও হন। তখন চেয়ারম্যান পালানোর চেষ্টা করলে সুজয় পিস্তল নিয়ে তাকে ধাওয়া দেন।
এ সময় সেখানে থাকা সাজেদুলের লোকজন সুজয়কে পিস্তলসহ ধরে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, মেয়রপুত্র কামরুল হাসান সুজয় দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। মাস ছয় আগে তিনি দেশে ফিরেছেন। এর পর থেকে এলাকাতেই রাজনীতির সঙ্গে জড়িত হন।