বরিশালে নদীতে নেমে প্রাণ হারাল তিন কিশোর

এই তিনজনের মধ্যে দুই জন নদীতে নামে বাবার সঙ্গে, একজন নামে বন্ধুদের সঙ্গে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2023, 02:22 PM
Updated : 26 April 2023, 02:22 PM

বরিশালে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে তিন কিশোর। এদের মধ্যে ঢাকায় দুটি স্কুলের ছাত্র বরিশালে বেড়াতে এসেছিল; একজন স্থানীয় বাসিন্দা। 

এক কিশোর বরিশালে যায় স্বজনদের সঙ্গে ঈদ করতে, এক কিশোর যায় বিয়ের অনুষ্ঠানে। এই তিনজনের মধ্যে দুই জন নদীতে নামে বাবার সঙ্গে, একজন নামে বন্ধুদের সঙ্গে। 

দুইজন নিখোঁজ হয় মঙ্গলবার। বুধবার সকালে ভেসে ওঠে তাদের মরদেহ। বুধবার বন্ধুদের সঙ্গে নেমে নিখোঁজ হওয়ার ঘণ্টা তিনেক পরে পাওয়া যায় অপরজনের মরদেহ। 

এদের একজন বরিশাল শহরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামের বাসিন্দা বেল্লাল মোল্লার ছেলে ১২ বছর বয়সী ইয়াসিন মোল্লা।

ঢাকা থেকে গিয়ে প্রাণ হারিয়েছে মুলাদী উপজেলার তেরচর এলাকার বাসিন্দা আনিচুর রহমান খানের ছেলে ১৩ বছর বয়সী ইয়ামিন খান আবি এবং উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে ১৭ বছর বয়সী রায়হান সরদার। 

একজন মারা যায় বরিশাল শহরের কাউনিয়া থানা এলাকায়, একজন মারা যায় মুলাদী উপজেলায়, একজন উজিরপুরে।

বিয়ে বাড়ির উৎসব শেষে বিষাদ 

ঢাকার আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল ইয়ামিন খান আবি। সে রাজধানী থেকে মুলাদী আসে একটি বিয়ের অনুষ্ঠানে। 

মুলাদী থানার ওসি তুষার কান্তি মন্ডল জানান, মঙ্গলবার বিয়ের অনুষ্ঠান শেষে বাবার সঙ্গে নয়াভাঙ্গুলী নদীতে গোসল করতে যায় আবি। পানিতে নামার পর ভেসে যায় সে। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পরে পুলিশ সেটি পরিবারের কাছে হস্তান্তর করে।

ঈদ শেষে আর ফেরা হলো না রাজধানীতে 

ঢাকার একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণির ছাত্র রায়হান সরদার ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল বাবা-মায়ের সঙ্গে। 

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চাচাত ভাইসহ ১৫ জনের সঙ্গে সন্ধ্যা নদীতে গোসল করতে যায় সে। 

মেজর এমএ জলিল সেতুর নিচে তারা গোসল করে। সবাই উঠলেও রায়হান নিখোঁজ ছিল। বেলা সাড়ে তিনটার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাবার সঙ্গে নদীতে নেমে ডুবল স্রোতের টানে 

মঙ্গলবার দুপুরে ইয়াসিনকে নিয়ে কীর্তনখোলা নদীতে গোসল করতে যান তার বাবা। কিশোরটি সাঁতরে নদীর মাঝে গিয়ে আর ফিরে আসেনি। 

বরিশালের কাউনিয়া থানার এসআই সবুজ চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার নদীর মাইনুল মিয়ার ঘের এলাকায় ভেসে উঠে তার মরদেহ। 

জেলেদের কাছ থেকে খবর পেয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ড সেটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।