রাবির ভর্তি পরীক্ষায় ফের ‘প্রক্সি’, ঢাবির সাবেক শিক্ষার্থীসহ আটক ২

প্রত্যেকের বিরুদ্ধেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে বলেও জানিয়েছেন প্রক্টর।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2023, 02:30 PM
Updated : 30 May 2023, 02:30 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করেছে প্রশাসন।

মঙ্গলবার দুপুরে ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে এদের আটক করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আসাবুল হক।

আটক মো. এনামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তিনি কক্সবাজারের পেকুয়া থানার টয়টং গ্রামের বাসিন্দা। রাবির ভর্তি পরীক্ষায় তিনি ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ৪৩৮ নম্বর কক্ষের মো. তানভীর আহমেদের হয়ে পরীক্ষায় অংশ নেন।

আরেকজন হলেন জয়পুরহাটের সদর উপজেলার পূর্ব জানিয়ার বাগান গ্রামের মো. বিদ্যুৎ হাসান। তিনি একই ভবনের ২৩৪ নম্বর কক্ষের মো. মাইনুল ইসলামের হয়ে প্রক্সি দেন।

Also Read: ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ৩

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, “দুপুরে ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে সন্দেহ হলে দুজনকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে ‘প্রক্সি’ দেওয়ার বিষয়ে সত্যতা খুঁজে পাওয়া যায়। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুয়ায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ছাড়া প্রত্যেকের বিরুদ্ধেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে বলেও জানিয়েছেন প্রক্টর।

এর আগে, সকাল ৯টায় 'এ' ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে তিনজনকে আটক করা হয়।