পুলিশের ধারণা, দেড় থেকে দুই মাস আগে ওই মানুষের মৃত্যু হয়েছে।
Published : 15 Nov 2023, 08:06 PM
মাগুরার সদর উপজেলায় কুমার নদের সেতুর নীচ থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে উপজেলার গাংনালিয়া বাজারের পাশে হযরত শাহ সুফি গরিব শাহ (র:) সেতুর নীচে খুলি ও হাড়গোড়গুলো পাওয়া যায় বলে মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান।
ওসি শেখ সেকেন্দার আলী বলেন, কয়েকজন যুবক সেতুর উপরে বসে গল্প করছিলেন। এ সময় নিচে কিছু কুকুর মানুষের মাথার খুলি ও হাড়গোড় খাবার জন্য কাড়াকাড়ি করছিল।
“সেটি দেখে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দিলে একটি মানুষের মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের ২৫ টুকরা হাড়, একটি হাতঘড়ি ও একটি পুরাতন লেপ উদ্ধার করা হয়।”
তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, দেড় থেকে দুই মাস আগে এই মানুষের মৃত্যু হয়েছে। তবে কঙ্কালটি পুরুষ নাকি নারীর সেটি এখনো শনাক্ত করা যায়নি।”
ডিএনএ টেস্ট না করা পর্যন্ত করে বিস্তারিত কিছু বলা যাচ্ছে বলে জানান ওসি।