১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
গত ৫ অগাস্ট বঙ্গবন্ধুর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের পর ঐতিহাসিক এ স্থাপনার সামনে পড়েছিল চারটি লাশ।
জেলা প্রশাসনের এক তদন্ত প্রতিবেদনে এ অগ্নিকাণ্ডে ১৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে৷
“তোমাগো সরকাররে কও, আমার পোলাডার পোড়া লাশটা দিতে না পারুক, হাড্ডিডা দিতো,” বলছিলেন নিখোঁজ আমান উল্লাহর মা।
“২০ দিন তো হইয়া গেল, এতদিন ধইরা আশায় আছি, সন্ধান তো দিতে পারলেন না,” বলছিলেন নিখোঁজ এক ব্যক্তির স্ত্রী।
সিনথিয়া বলেন, “সবার সঙ্গে আমিও ফ্যাক্টরিতে ঢুইকা যাই। তিনতলায় হাড়গোড় দেখছি অনেক। অনেকেই হাতে করে নিয়া গেছে। আমিও একটা খুলি নিয়া আসছি।”