এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা হয়েছে।
Published : 20 Oct 2022, 02:47 PM
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চার ব্যক্তির মাথার খুলিসহ বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের হাড়গোড় (কঙ্কাল) উদ্ধার করেছে পুলিশ।
দেবীগঞ্জ উপজেলার দেবিডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট ভূল্লিপাড়া এলাকায় রিয়াজুল ইসলাম বদলীর বাড়ি থেকে বুধবার রাতে এসব হাড়গোড় উদ্ধার করে পুলিশ। এ সময় রিয়াজুল পালিয়ে যায়।
আটকরা হলেন- রিয়াজুলের (৫০) স্ত্রী কমলা বানু ওরফে পুতুল (৪০) ও রাজু ওরফে মেজাকের স্ত্রী নাসিমা (২৫)।
জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এক সংবাদ সম্মেলনে জানান, টাঙ্গাইলের মধুপুরের এক ব্যক্তি ময়মনমিংহের কবরস্থান থেকে কঙ্কাল চুরি করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। পুলিশ এ নিয়ে খোঁজ-খবর করতে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে রিয়াজুল ও রাজুর সম্পৃক্ততা পান।
তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে গিয়ে মধুপুরের ওই ব্যক্তি রিয়াজুলের বাড়িতে অবস্থান করছে বলে পুলিশ খবর পায়। পরে বুধবার সন্ধ্যায় রিয়াজুলের বাড়িতে গিয়ে দেখা যায়, ওই ব্যক্তি রিয়াজুল ও রাজুর স্ত্রী সঙ্গে আলোচনা করছে এবং রিয়াজুলের স্ত্রী কমলা মাটিতে গর্ত করে একটি ট্রাভেল ব্যাগে কঙ্কাল ও হাড়গোড় পুঁতে রাখছে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিয়াজুল ও রাজু মধুপুরের ওই ব্যক্তিকে নিয়ে পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পুলিশ সুপার সিরাজুল বলেন, “এ সময় রিয়াজুল ও রাজুর স্ত্রীকে চার ব্যক্তির মাথার খুলি ও হাড়গোড়সহ গ্রেপ্তার করা হয়। পরে তারা কঙ্কাল চুরি ও পাচারের সঙ্গে তাদের স্বামীরা জড়িত বলে স্বীকার করেন।
“এ ঘটনায় দেবীগঞ্জ থানায় রিয়াজুল ও রাজুসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।”