ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে কোথাও হত্যা করে লাশ বস্তায় ভরে ইট বেঁধে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
Published : 23 Feb 2023, 11:51 PM
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি ডোবায় মানুষের মাথার খুলি ও হাড়গোড় পেয়েছেন এলাকাবাসী।
বুধবার বিকালে স্থানীয় কয়েকজন বিলে মাছ ধরতে গিয়ে বস্তাভরতি হাড়গোড় ও মাথার খুলি পান বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, নান্দিয়ারা গ্রামে রামগঞ্জ-শাহরাস্তি সড়কের পাশে একটি বিলে দুপুরে মাছ ধরতে যান একদল লোক। বিলের মাঝখানে একটি ডোবায় তারা একটি বস্তা দেখে তা খোলেন এবং ভেতরে মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান।
লাশটি নীল রঙের টি-শার্ট পরিহিত কোনো ব্যক্তির। তার টি-শার্টের বুক পকেটে একটি চিরুনি ছিল।
বস্তার সঙ্গে রশি ও বেশ কয়েকটি ইট বাঁধা ছিল বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, “আমরা খবর পেয়েছি। সকালে ঘটনাস্থলে পুলিশ যাবে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর ধারণা ওই ব্যক্তিকে কোথাও হত্যা করে লাশ বস্তায় ভরে ইট বেঁধে ডোবায় ফেলে দেওয়া হয়েছে, বলেন তিনি।