প্রতিবছরের মত এবারও নবান্ন উপলক্ষে আগ্রহায়ণের প্রথম শনিবার জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর শহরের পাঁচশিরা বাজারে বসেছে ঐহিত্যবাহী মাছের মেলা। পাঁচশিরা বাজারে কাকডাকা ভোর থেকে দিনব্যাপী মাছের মেলায় উৎসবের আবহ বিরাজ করে। কালাই উপজেলার তালুকদারপাড়া গ্রামের জামাই আব্দুল আলীম, বাইগুনি গ্রামের মুনীশ চৌধুরী, পাঁচশিরা গ্রামের আয়নুল জানান, শত বছরের এই মেলা উপলক্ষে মেয়েজামাই ও আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করা হয়। জামাইরা বড় মাছ কিনে শ্বশুরবাড়ি নিয়ে যান। আবার শ্বশুররাও মেয়েজামাইদের আপ্যায়ন করতে বেশ ঘটা করে মাছ কিনে থাকেন।