বরগুনায় বুক-পেটে জোড়া লাগা জমজ শিশুর জন্ম

শিলা বলেন, অস্ত্রোপচারে শিশু দুটিকে আলাদা করা যাবে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।” 

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2023, 03:31 PM
Updated : 7 June 2023, 03:31 PM

বরগুনায় বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগা জমজ শিশুর জন্ম হয়েছে।   

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটি ভূমিষ্ট হয়। 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও শিশু বিভাগের চিকিৎসক শিলা জানান, বরগুনা শহরের শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে মাহমুদা আক্তার নামের এক প্রসূতির অস্ত্রোপচার হয়। 

এর আগে সকালে জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের পোশাক কর্মী বাদশার স্ত্রী মাহমুদাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। 

ডা. শিলা জানান. দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ও তার সহকর্মী ডা. ফাতেমা ডরোথি প্রসূতির অস্ত্রোপচার করেন। 

জোড়া শিশুরা সুস্থ আছে জানিয়ে ডা. শিলা আরও বলেন, “অস্ত্রোপচারের প্রথম দিকে মনে হচ্ছিল, বাচ্চাটা উল্টো হয়ে আছে। পরে ডা. ফাতেমার সহযোগিতা নিয়ে প্রসূতির পেট থেকে বের করে জোড়া লাগানো জমজ শিশুর বিষয়টি দেখতে পাই।” 

শিলা বলেন, “অস্ত্রোপচারে শিশু দুটিকে আলাদা করা যাবে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।”  

শিশুদের মামা তরিকুল ইসলাম রোকন জানান, তার ভগ্নিপতি বাদশার আর্থিক অবস্থা বেশি ভালো নয়। জোড়া লাগানো জমজ শিশু নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। শিশু দুটিকে আলাদা করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।