টিনের বাড়িটির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের তার গিয়েছে। ভোরে বজ্রপাতে সেটি ছিঁড়ে ঘরের চালে পড়ে।
Published : 26 Mar 2024, 10:45 AM
মৌলভীবাজারে জুড়ি উপজেলায় বজ্রপাতে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের চালে পড়ে এক পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরেক শিশু।
মঙ্গলবার ভোরের দিকে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের দক্ষিণ গোয়ালবাড়ি গ্রামের ভাঙার পাড় এলাকার এক বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জুড়ি থানার ওসি এস এম মাঈনুদ্দিন জানান।
নিহতরা হলেন- ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), তাদের মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)।
আহত হয়েছে তাদের আরেক মেয়ে সোনিয়া আক্তার (১২)। তাকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে ।
গোয়ালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহবুদ্দিন আহমেদ মেমন ও স্থানীয় ইউপির সদস্য এমদাদুল ইসলাম চেীধুরী মাছুম জানান, ফয়জুর রহমান বাক প্রতিবন্ধী। তার টিনের ঘরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গেছে। ভোরে বজ্রপাতে লাইন ছিঁড়ে তাদের ঘরের চালে পড়েছে।
ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বের হতে না পেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।