Published : 04 May 2025, 01:14 PM
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজ হ্যাকারের নিয়ন্ত্রণে চলে গেছে।
ওই পেইজ উদ্ধারের চেষ্টা চালানোর কথা জানানোর পাশাপাশি ওই পাতার কোনো পোস্ট বা বার্তা বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
রোবরার ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাতাটি বর্তমানে ‘রক্ষণাবেক্ষণ’ করা হচ্ছে। বিষয়টি তদন্তে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুরক্ষা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
“পুরোপুরি পুনরুদ্ধারের আগে ফেইসবুক পাতাটি থেকে কোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার কিংবা আলোচনায় যুক্ত হওয়া বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।”
শনিবার সন্ধ্যার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেইসবুক পাতাটি হ্যাকারদের কবলে চলে যায়। শুরুতে ইন্দোনেশীয় ভাষায় একটি গেমিং সাইটের লাইভ সম্প্রচার করা হয় সেখানে। এরপর কিছু সময় পাতাটি আর দেখা যাচ্ছিল না।
পুনরুদ্ধারের চেষ্টা চালানোর কথা বললেও কারা পাতাটির দখল নিয়েছে, কিংবা কোনো চাঁদা দাবি করা হয়েছে কি-না, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেইসবুক পাতা ‘অপ্রত্যাশিতভাবে বেহাত’ হয়ে গেছে। একইসঙ্গে, সেখান থেকে ‘যথাযথ অননুমোদন ছাড়া’ কিছু অসঙ্গতিপূর্ণ কনটেন্টও শেয়ার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্ল্যাটফর্মে `অপ্রত্যাশিত এই প্রতিবন্ধকতাকে’ বেশ গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য ভেরিফায়েড প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইট থেকে অফিসিয়াল আপডেট ও বার্তা দেওয়ার কথা বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।