দিনাজপুরের পার্বতীপুরে বাবা-মায়ের মধ্যে মারামারির সময় বুকে আঘাত লেগে পাঁচ বছরের এক ছেলে শিশু মারা গেছে।
মৃত জাকারিয়া উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দাপুর গ্রামে দেলোয়ারের ছেলে।
বুধবার সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে বলে পার্বতীপুর থানার এসআই নুর আলম সিদ্দিক জানান।
পরিবারের বরাতে এসআই সিদ্দিক বলেন, জাকারিয়ার বাবা দেলোয়ার ও মা জাকিয়ার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়।
“এ সময় ছেলে জাকারিয়া মায়ের কাছে ছুটে গেলে বাবা দেলোয়ারের একটি আঘাত ছেলের বুকে লাগে। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছেন জানিয়ে পার্বতীপুর থানার ওসি আবুল হাসনাত বলেন, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জাকারিয়ার নানা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।