উদ্ধার স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৯ টাকা।
Published : 15 Feb 2024, 03:51 PM
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে দশটি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে জয়পুরহাট ২০ বিজিবির উপ-অধিনায়ক মেজর আতিক হাসান জানান, উপজেলার উচনা সীমান্ত এলাকা থেকে বুধবার সন্ধ্যায় স্বর্ণগুলো জব্দ করেন তারা।
আটকরা হলেন- পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫)।
মেজর আতিক বলেন, “একদল সোনা চোরাচালানকারী বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচার করছে গোপন সংবাদে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়।
“পরে সেখান থেকে দশটি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৯ হাজার ৩০ টাকাসহ তিন পাচারকারীকে আটক করা হয়।”
উদ্ধার ১ কেজি ১৬৬ দশমিক ৪০ গ্রাম ওজনের দশটি স্বর্ণের বারের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৯ টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
তিনি বলেন, জব্দ মালামালসহ আটকদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।