পুলিশ জানায়, ট্রেন আসা দেখে অন্যরা থেমে গেলেও তারা দ্রুতগতিতে রেল ক্রসিং পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উবাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান।
নিহত ২৪ বছর বয়সী মোজাম্মেল হক চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
স্থানীয়রা জানান, মোজাম্মেল মোটরসাইকেলে করে উবাহাটার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা মোজাম্মেলকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।