২০১৬ সালে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বারেকের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
Published : 22 Jan 2024, 06:11 PM
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৮ বছর আগে ধর্ষণ মামলা পলাতক এক আসামিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, রোববার রাতে তাকে উপজেলার জালিরচর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৬৭ বছর বয়সী আ. বারেক মল্লিকের বাড়ি ওই এলাকায়। ২০০৬ সাল থেকে তিনি পলাতক ছিলেন।
সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন বারেককে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির জানান।
মামলার বরাতে হুমায়ুন বলেন, জালিরচর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে তার বোন বাদী হয়ে ২০০৬ সালের ৩০ মার্চ মেহেন্দিগঞ্জ থানায় মামলা করে। এরপর ২০১৬ সালে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বারেকের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
মেহেন্দিগঞ্জ থানার এসআই মিঠু আহমেদ বলেন, “রোববার বিশেষ কাজে জালিরচর গ্রামে এসেছিলেন বারেক। সোমবার সকালে তার ঢাকা চলে যাওয়ার পরিকল্পনা ছিল। গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়।”