হবিগঞ্জে ফুটবল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে তরুণ নিহত

ফুটবল নিতে চাচাত ভাইয়ের ঘরে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়ান।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 11:23 AM
Updated : 23 May 2023, 11:23 AM

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল নিয়ে দুই পরিবারের সদস্যদের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন; আরও প্রায় চারজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার টুপিয়াজুরি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব।

নিহত মইনুল ইসলাম (২২) ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি অজয় চন্দ্র দেব বলেন, “সন্ধ্যায় ফুটবল খেলা শেষে মঈনুল ও তার চাচাত ভাই জুলহাস বাড়ি ফেরেন। এ সময় জুলহাস ফুটবলটি তার বাড়িতে রেখে দেন। এরপর ফুটবলটি নিতে মঈনুল তার ঘরে গেলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারীসহ প্রায় পাঁচজন আহত হন।”

তিনি বলেন, “গুরুতর আহত মইনুলকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।

“পরে সেখান থেকে মঙ্গলবার ভোরে ঢাকা নিয়ে যাওয়ার পথে মইনুল মারা যান। মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।”

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন; আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।