নেত্রকোণায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

গুরুতর আহত নাছিমার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 07:14 AM
Updated : 12 Nov 2023, 07:14 AM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরেক নারীসহ দু’জন আহত হয়েছেন।  

রোববার সকাল সাড়ে ৭টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভঙ্গানীয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি এনামুল হক।

নিহত ৫৫ বছরের সুফিয়া আক্তার উপজেলার উলুয়াটি গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। আহত হয়েছেন তার স্বামী আব্দুল মালেক (৫৮) এবং সাউদপাড়া গ্রামের মোখলেছ মিয়ার স্ত্রী নাছিমা আক্তার( ৩৬)।

সুফিয়া ও মালেক অটোরিকশার যাত্রী আর নাছিমা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

ওসি এনামুল জানান, আব্দুল মালেক ও সুফিয়া গাজীপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় কেন্দুয়ায় বাড়ি ফিরছিলেন। অবরোধের কারণে তারা শনিবার রাত আড়াইটার দিকে রওয়ানা হয়েছিলেন। অপরদিকে মোখলেছ মিয়া মোটরসাইকেলে তার স্ত্রী নাছিমাকে নিয়ে আঠারবাড়ির দিকে যাচ্ছিলেন।

পথে সকালে তারা ভঙ্গানীয়া মোড় এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় গুরুতর আহত অবস্থায় সুফিয়া, মালেক ও নাছিমাকে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সুফিয়া মারা যান।

এছাড়া গুরুতর আহত নাছিমার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।