সুন্দরবন সংলগ্ন গ্রামে বাঘের চামড়া উদ্ধার, আটক ৩

পরবর্তীতে আসামি ও বাঘের চামড়াসহ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব জানিয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 04:55 PM
Updated : 6 Feb 2023, 04:55 PM

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে রয়েল বেঙ্গল টাইগারের একটি চামড়া উদ্ধারসহ তিনজন আটক হয়েছেন, যাদের পাচারকারী বলছে র‌্যাব।

সোমবার বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিণগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন ধলপাড়া গ্রামের হাফিজুর রহমান (৪৩) এবং তার দুই চাচাত ভাই শেখ আসিফ হাসান (২৬) ও শেখ ইসমাইল হোসেন (২৩)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডার গালিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাবতীয় প্রক্রিয়া শেষে পরবর্তীতে আসামি ও বাঘের চামড়াসহ র‌্যাব-৬ খুলনার ব্যাটালিয়ন সদরদপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”

এ কাজে আরও কারা কারা কীভাবে জড়িত সব বের করা হবে বলে তিনি জানান।

গালিব হোসেন জানান, র‌্যাব-৬ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের কাছ থেকে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করেন।

“শর্ত মোতাবেক চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহণের জন্য ফাঁদে পেতে সোমবার এ চক্রের সদস্যদের আটক করা হয়। আটকদের সঙ্গে নিয়ে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ধলপাড়া গ্রামে তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে বাঘের চামড়া উদ্ধার করা হয়।”

সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, “আমরা এখনও অফিসিয়ালি জানতে পারিনি; তবে শুনেছি র‌্যাব অভিযান চালিয়ে একটি বাঘের চামড়া উদ্ধারসহ তিন পাঁচারকারীকে আটক করেছে।”