জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2023, 06:05 PM
Updated : 8 March 2023, 06:05 PM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে আটাপাড়া রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে আটাপাড়া রেলগেইট এলাকায় ওই বৃদ্ধ রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে যায়।

তাৎক্ষণিক বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।