পূর্ব শত্রুতার জেরে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
Published : 02 Apr 2024, 08:52 PM
খুলনা সদর উপজেলায় বইয়ের গুদামের ভেতর এক কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কে ডি ঘোষ রোডের ‘পাঠক প্রিয় লাইব্রেরির’ গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খান।
নিহত ৩২ বছর বয়সি রফিকুল ইসলাম মোল্লা কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি ওই লাইব্রেরির কর্মচারী ছিলেন।
পূর্ব শত্রুতার জেরে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ওসি কামাল হোসেন বলেন, “এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।“
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে লাইব্রেরির ব্যবস্থাপক শাহাজাহান মোল্লা গুদামে রফিকুলের মরদেহ দেখে চিৎকার করেন। তার চিৎকার শুনে আশপাশের মানুষ থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
রফিকুলের পরিবারকে খবর দেওয়া হয়েছে; তারা এলে মামলা করা হবে বলে জানান ওসি কামাল হোসেন।