২০১৫ সালে মাছ পট্টিতে অনিলকে কুপিয়ে হত্যা করে অজিত।
Published : 19 Feb 2024, 03:50 PM
নরসিংদী শহরে নয় বছর আগে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার নরসিংদীর তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ন ম ইলিয়াছ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম কেরামত আলী আকন্দ জানান।
দণ্ডিত অজিত চন্দ্র বর্মণ সদর উপজেলার হাজীর গ্রামের বাসিন্দা।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, মাছ ব্যবসার দ্বন্দ্বের জেরে ২০১৫ সালের ২৯ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদীর বড় বাজারের মাছ পট্টিতে অজিত চন্দ্র বর্মণসহ কয়েকজন মিলে অনিল চন্দ্রকে (৩০) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের মা জলদা বর্মণ বাদী হয়ে তিনজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা আসামি অজিত চন্দ্র দাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিল।