রোহিঙ্গা শরণার্থী শিবিরে এপিবিএন সদস্য গুলিবিদ্ধ: মামলায় আসামি ১৪

এপিবিএন-১৬ এর অধিনায়ক হাসান বারী নুর বাদি হয়ে এ মামলা করেন।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2022, 04:44 AM
Updated : 4 August 2022, 04:44 AM

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে এপিবিএন সদস্য মোহাম্মদ কাওসার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, এপিবিএন-১৬ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নুর বাদি হয়ে ১৪ জনকে আসামি করে বুধবার মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Also Read: কক্সবাজারে ‘রোহিঙ্গা ডাকাতের সঙ্গে গোলাগুলি,’ কনস্টেবল আহত

এরা হলেন- টেকনাফের মৌচনী ক্যাম্পের মো. রুবেল ও আব্দুর রহিম রইক্কা।

মঙ্গলবার মৌচনী ক্যাম্পে এইচ ব্লকের জাগিরডেইল এলাকায় এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি করে রোহিঙ্গা ডাকাতরা।

তাদের গুলিতে এপিবিএন-এর এক কনস্টেবল মোহাম্মদ কাওসার আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মামলার বাদি এপিবিএন-১৬ এর অধিনায়ক হাসান বারী বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।