কক্সবাজারে ‘রোহিঙ্গা ডাকাতের সঙ্গে গোলাগুলি,’ কনস্টেবল আহত

গোলাগুলির একপর্যায়ে ‘রোহিঙ্গা ডাকাতরা’ গহিন পাহাড়ের ভেতর পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2022, 12:03 PM
Updated : 2 August 2022, 12:03 PM

কক্সবাজারের নয়াপাড়া শরণার্থী শিবিরের কাছে ‘রোহিঙ্গাদের সঙ্গে গোলাগুলিতে’ এক কনস্টেবল আহত আহত হয়েছেন।

গুলিবিদ্ধ মোহাম্মদ কাওসার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।

এপিবিএন ১৬-এর অধিনায়ক হাসান বারী নুর বলেন, “নয়াপাড়া শরণার্থী শিবিরের আই-ব্লক এলাকায় কতিপয় লোক অপরাধ সংঘটনের জন্য অবস্থান নেয়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা অভিযান চালান। ঘটনাস্থলে পৌঁছালে এপিবিএন সদস্যদের লক্ষ করে গুলি করে রোহিঙ্গা ডাকাতরা।

“তাদের গুলিতে মোহাম্মদ কাওসার নামের এপিবিএন-এর এক কনস্টেবল আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

হাসান বারী বলেন, “আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরা পাল্টা গুলি চালান। একপর্যায়ে রোহিঙ্গা ডাকাতরা গহিন পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।”