Published : 09 Jan 2024, 06:56 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে পাশে এক যুবকের চোখ ওপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
মঙ্গলবার সকালে উপজেলার কালনি এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে লাশটি পাওয়া যায় বলে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান।
নিহত ওমর ফারুক আকাশ (৩২) চাঁদপুরের বারেক শেখের ছেলে। আকাশ গাজীপুরের টঙ্গীতে বাসের টিকেট বিক্রির কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি দীপক বলেন, খবর পেয়ে পুলিশ রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়৷
“নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার চোখ তুলে ফেলা ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাকে নির্মমভাবে অত্যাচারের পর হত্যার করে লাশ পূর্বাচলে রাস্তার পাশে ফেলে রাখা হয়৷”
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা৷