ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় প্রবাসীর মৃত্যু

উপজেলা পরিষদের চেয়ারম্যান গাড়িতেই ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নলছিটি থানার ওসি জানান।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 05:18 PM
Updated : 25 May 2023, 05:18 PM

ঝালকাঠি-বরিশাল সড়কে কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সড়কটির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মনির গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এ সময় উপজেলা চেয়ারম্যান গাড়িতেই ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান।

নিহত আব্দুল্লাহ আল মামুন (৪৫) নলছিটি উপজেলার মেরুহার গ্রামে মোহাম্মদ আলীর ছেলে। তিনি প্রবাসে থেকে সম্প্রতি ছুটিতে দেশে আসেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন নলছিটির ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকায় থেকে মোটরসাইকেলে ঝালকাঠি-বরিশাল সড়কে উঠছিলেন।  এ সময় বরিশালের দিক থেকে আসা কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মনিরের গাড়িটি মামুনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মামুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী মামুনের মৃত্যু হয় জানিয়ে ওসি আতাউর রহমান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের ব্যবহৃত মোবাইলফোনে কল দিয়ে সেটি বন্ধ পাওয়া যায়।