Published : 17 Dec 2023, 10:44 AM
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাকে ‘সোনা পাচারকারী’ বলছে বিজিবি।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার পুটখালী গ্রামের পশ্চিম পাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার।
আটক আতিয়ার রহমান (৫৫) পুটখালী গ্রামের মোহর আলীর ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ জানান, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন গোপন সংবাদে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
“পরে রাত সাড়ে ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাইসাইকেলে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অভিনব কৌশলে স্কচটেপ মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।
“উদ্ধার করা সোনার ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা। ”
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে।