‘অর্থ আত্মসাৎ’: এনসিসি ব্যাংকের ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মামলায় আসামিদের বিরুদ্ধে এক কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2023, 06:10 PM
Updated : 27 March 2023, 06:10 PM

অর্থ আত্মসাতের অভিযোগে এনসিসি ব্যাংকের নরসিংদী শাখার সাবেক ব্যবস্থাপকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান জানান, সোমবার গাজীপুর ও নরসিংদী সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহার আলী বাদী হয়ে একই কার্যালয়ে মামলাটি করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রাহকের এক কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

আসামিরা হলেন: এনসিসি ব্যাংকের নরসিংদী শাখার সাবেক ব্যবস্থাপক নাসিরুদ্দীন আহম্মদ, উপ-ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) মো. ফরহাদ হোসেন, নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম (বর্তমানে মাধবদী শাখায় কর্মরত), সাবেক কম্পিউটার অপারেটর মো. সাইফুর রহমান এবং একই ব্যাংকের কর্মকর্তা মো. নাজমুল ইসলাম (বর্তমানে নারায়ণগঞ্জ শাখায় কর্মরত)।

মামলার বাদী জানান, আসামিরা একে অপরের সহায়তায় প্রতারণা, জাল-জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক তথা সরকারের ১ কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হওয়ায় ওই পাঁচজনের বিরুদ্ধে মামলার হয়েছে।