ভোটের প্রচার শুরুর পর থেকে বাগমারায় এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীর কাঁচি প্রতীকের ২৩টি নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
Published : 26 Dec 2023, 12:30 AM
ভোটের মধ্যে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে কোলাকুলি করেছেন রাজশাহী-৪ আসনের দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী এনামুল হক।
এই আসনে দুপক্ষের সমর্থকদের সহিংসতায় মাঠ গরম হয়ে উঠার মধ্যেই সোমবার বিকালে হঠাৎ বাগমারা সফর করেন রিটার্নিং কর্মকর্তা ও ডিসি শামীম আহমেদ এবং পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এনামুল হক (কাঁচি), আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা) ও বিএনএমের প্রার্থী সাইফুল ইসলাম রায়হানের (নোঙ্গর প্রতীক) সঙ্গে বৈঠক করেন।
এ সময় তারা নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেছেন।
এ বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই বৈঠকে থাকা এক কর্মকর্তা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে সব ঘটনা ঘটেছে সে বিষয় নিয়ে দুই প্রার্থীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন ডিসি ও এসপি। কয়েকদিনে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা যেন আর না ঘটে সে বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন তারা। নির্বাচনের মাঠে সহিংসতা যেন না ঘটে সে ব্যাপারে সংযত হতে উভয় প্রার্থীর প্রতি আহ্বান জানান তারা।
বৈঠকের শেষে দুই প্রার্থী হাতে হাত রেখে সহিংসতা করবেন না বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তারা দুইজনে কোলাকুলিও করেন।
এদিকে, হঠাৎ করে ডিসি ও এসপির ঝটিকা সফর নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
এদিকে বৈঠক শেষে ডিসি শামীম আহমেদ সাংবাদিকদের নির্বাচনের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। এ ছাড়া নির্বাচনের দিন স্থানীয় সাংবাদিকরা যাতে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের জন্য সহজে পাশ পায় সে বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও আশ্বস্ত করেন।
ভোটের প্রচার শুরুর পর থেকে বাগমারায় এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীর কাঁচি প্রতীকের ২৩টি নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ৪৫ নেতাকর্মী আহত হয়েছেন। এখন পর্যন্ত সাতটি মামলা হয়েছে। আর গ্রেপ্তার হয়েছে পাঁচজন।